আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

গরীব, অসহায়, এতিম এবং পথশিশুদের সকল ভাবে সহযোগিতা করা ইনশাআল্লাহ।

আপনাদের দেওয়া আমানত গরীব অসহায় এতিমদের মাঝে পৌঁছে দেওয়া ইনশাআল্লাহ।

বিভিন্ন ফেতনা থেকে মানুষ কে সতর্ক করতে লিফলেট তৈরি ফ্রী বই বিতারণ ইনশাআল্লাহ।

পবিত্র কুরআন ও সহীহ হাদিসের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া ইনশাআল্লাহ।

মসজিদ মাদ্রাসা ও ওজু খানা নির্মাণ করা ইনশাআল্লাহ।

সুদ মুক্ত সুন্দর সমজা গঠন করতে কর্যে হাসানাহ চালু করা ইনশাআল্লাহ।

যাকাত ফান্ড আদায় ও বিতারণ করা ইনশাআল্লাহ।

মসজিদ ভিত্তিক মাসিক / সাপ্তাহিক ইসলামিক সেমিনার করা ইনশাআল্লাহ।

অসহায় দোস্ত পরিবার দের মাঝে টিউবওয়েল/ সাব মার্সিবল পাম্প প্রতিস্থাপন করে দেওয়া ইনশাআল্লাহ।




যাকাত / অনুদান / চ্যারিটি গুরুত্ব

"যাঁরা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় উদাহরণ তেমনি, যেমনি (ভূট্টা) একটি শস্য উপমা যেমন হয়; এটা সাতটি শীষ বৃদ্ধি, এবং প্রতিটি কান একশ করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা নানাবিধ বৃদ্ধি দেয়। আর আল্লাহ তাঁর বান্দাদের চাহিদা, সর্বজ্ঞ জন্য অল-যথেষ্ট। যারা তাদের উদারতা বা আঘাত সঙ্গে অনুস্মারক সঙ্গে আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয়, এবং অনুসরণ করো না তাদের উপহার, তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে রয়েছে। তাদের কোন ভয় আসবে, না তারা চিন্তান্বিত হবে। [কুরআন 2: 261-62]

"হে ঈমানদারগণ! ভাল জিনিস আছে যা আপনি (আইনত) অর্জন করেছেন তা থেকে ব্যয়, এবং যা যে আমরা আপনার জন্য পৃথিবী থেকে উত্পাদিত করেছি এবং হয় এবং যা নিকৃষ্ট (যদিও) তা থেকে ব্যয় করতে মনস্থ করো না আপনি এটা যদি সেভ স্বীকার করতে চান না আপনি আপনার চোখ বন্ধ করে নিয়ে নাও। জেনে রেখো, আল্লাহ অভাবমুক্ত (সমস্ত চায় মুক্ত), এবং প্রশংসিত। [কুরআন 2: 267]

"এটা (রা হতে পারে) আবু Hurayrah থেকে বর্ণিত, তিনি নবী (সাঃ মসীহ আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: কোন দিন যা মানুষের উঠে কিন্তু দুই ফেরেশতা নেমে এসে তাদের মধ্যে একজন নেই বলে, হে আল্লাহ! যিনি (দাতব্য মধ্যে) ব্যয় ক্ষতিপূরণ দাও, 'এবং অন্য বলে, হে আল্লাহ, এক যে কৃপণতা করে ধ্বংস।' " [বুখারী 1374, মুসলিম 1010]

বাইতুলমাল সালাফী ফাউন্ডেশন এর পক্ষ থেকে রামাদ্বান প্রজেক্ট ২০২৪ইং

মানবতার সেবায় করজে হাসানাহ প্রকল্প

করজে হাসানা’ মানব জীবন ব্যবস্থার এক বিশেষ অর্থনৈতিক কল্যাণমূলক ব্যবস্থা। করজে হাসানার অর্থ হচ্ছে ঋণ বা করজ দেয়া যা সময়মতো পরিশোধ করা হবে, কিন্তু দাতা কোনো অতিরিক্ত অর্থ বেনিফিট নিতে পারবেন না। এর উদ্দেশ্য হল, সমাজের ঋণগ্রস্ত মানুষের একটি প্রয়োজন পূর্ণ করা। সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ বা প্রতিষ্ঠানের নানা সময়ে নানা কারণে সাময়িক ঋণ গ্রহণের প্রয়োজন হয়ে পড়ে। সবসময় ব্যক্তির কাছে প্রয়োজনীয় অর্থ থাকে না। কিন্তু সম্ভাবনা থাকে যে, পরে করজ পরিশোধ করতে পারবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই দানশীল ব্যক্তি ও দানশীল নারী, যারা আল্লাহকে উত্তমরূপে করজে হাসানা দেয়, তাদের দেয়া হবে বহুগুণ এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কা এজন্য আল্লাহতায়ালা করজে হাসানা ইসলামী নীতির বিধান রেখেছেন যেন মানুষ সাময়িকভাবে করজে হাসানা নিতে পারে সুদ ছাড়া এবং পরে তা দিতে পারে। কেননা সুদকে ইসলাম হারাম ঘোষণা করেছে। ফলে কোনো ব্যক্তির পক্ষে সুদের ভিত্তিতে অর্থ নেয়া উচিত নয়। আল্লাহতায়ালা কোরআনে কারিমের কয়েকটি সূরার একাধিক স্থানে ‘করজে হাসানার’ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, “কে সেই ব্যক্তি, যে আল্লাহকে উত্তম করজে হাসানা দেবে, এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার।” (আল-হাদিদ-১১)

OUR CAUSES

বাইতুলমাল সালাফী ফাউন্ডেশন শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, ফিতরার চাউল বিতরণ,
কুরবানির গোস্ত বিতরণ, কর্জে হাসানাহ ও আশ্রয় প্রদানে কাজ করে।

সহায়তা প্রদান

আমাদের দানের ক্যাম্পে আপনার মূল্যবান সহায়তা দরকার। আমরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা সামগ্রী, খাবার এবং স্বাস্থ্য সেবা প্রদান করছি। আপনার ছোট্ট অবদান তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আসুন, একসাথে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করি। সাহায্যের জন্য আমাদের সাথে যোগ দিন এবং একসাথে মানবতার সেবা করি।

খাদ্য প্রদান

আমাদের খাদ্য প্রদান শিবিরে স্বাগতম! আমরা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করছি। আসুন, এই মহতী উদ্যোগে অংশ নিয়ে তাদের মুখে হাসি ফোটাই। আমাদের শিবিরে আপনার দান ও সহযোগিতা আমাদের প্রচেষ্টাকে আরও সার্থক করে তুলবে। আসুন, একসাথে ভালোবাসা ও মানবতার হাত বাড়িয়ে দিই।

ঔষধ প্রদান

ঔষধ প্রদান শিবিরে আপনাকে স্বাগতম! আমাদের লক্ষ্য হল সমাজের অসহায় মানুষদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা। আপনার ছোট্ট সাহায্যও তাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। আসুন, আমরা একসাথে মানুষের মুখে হাসি ফোটাই এবং স্বাস্থ্য সচেতন একটি সমাজ গড়ে তুলি। আপনার সেবামূলক মনোভাব আমাদের এই উদ্যোগকে সফল করবে।

আমাদের আহ্বান
সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আপনাদের সাদাকা, যাকাত, ফিতরা ইত্যাদি সহযোগিতার মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়াই।

Our MISSION

সঠিক পদ্ধতিতে আল্লাহর ইবাদত করি, শিরক বিদআত মুক্ত জীবন গড়ি।

সঠিক পদ্ধতিতে আল্লাহর ইবাদত করি, শিরক বিদআত মুক্ত জীবন গড়ি।

সঠিক পদ্ধতিতে আল্লাহর ইবাদত করি, শিরক বিদআত মুক্ত জীবন গড়ি।

Our Update's

আমাদের চাউল বিতরণ

আমাদের খাদ্য প্রোগ্রাম ২

আমাদের খাদ্য প্রোগ্রাম ৩

HOW YOU CAN HELP

100+

আমাদের টিম

আমাদের টিমে রয়েছে , প্রকল্প ব্যবস্থাপক, পরিচালক, স্বেচ্ছাসেবক ও পরামর্শক, যারা মানবসেবায় নিবেদিত ও প্রতিশ্রুতিবদ্ধ।

1,000+

মানবসেবা

মানবসেবা আমাদের মূলনীতি। দরিদ্র ও অসহায়দের সহায়তা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিবেদিত আমাদের টিম।

1,560,300

দর্শনার্থী

আমাদের কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে জানতে আমাদের সাথে যোগ দিন এবং সমর্থন করুন।

আসুন দরিদ্র মানুষের পাশে দাঁড়াই

আপনার উদার অনুদান একটি পরিবর্তন আনতে পারে। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আমাদের সাহায্য করুন।

আজই অনুদান দিন

প্রতিটি অবদান, যতই ছোট হোক না কেন, আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে।

Baitulsalafifoundation.com

আমরা টাকা যেসব জায়গায়
ব্যয় করি

  • কর্জে হাসান
  • অসহায় ও দুঃস্থদের৷ মাঝে
  • ইয়াতীমদের সহায়তা
  • জনকল্যাণ মূলক বিভিন্ন কর্মসূচিতে
  • মসজিদ মাদ্রাসা ও অজুখানা নির্মাণ
  • ইসলামিক বই প্রচারণায়
  • অসহায় পরিবার দের মাঝে টিউবওয়েল প্রতিস্থাপন
৭০%

কর্জে হাসান

৯৫%

অসহায় ও দুঃস্থদের৷ মাঝে

৯৫%

ইয়াতীমদের সহায়তা

৯০%

জনকল্যাণ মূলক বিভিন্ন কর্মসূচিতে

৮০%

মসজিদ মাদ্রাসা ও অজুখানা নির্মাণ

৮০%

ইসলামিক বই প্রচারণায়

৭০%

অসহায় পরিবার দের মাঝে টিউবওয়েল প্রতিস্থাপন

Motivational Speech